• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:৫৩

রিয়াল-বার্সা ৪ মে অনুশীলনে ফিরবেন

30 April, 2020 AM 12:07 ১৫৩ বার দেখা হয়েছে

করোনা ভাইরাসের প্রভাবে প্রায় সব দেশের ফুটবল বন্ধ। বন্ধ রয়েছে স্পেনের জমকালো ফুটবল লিগগুলোও। তবে দেশটির পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ায় লকডাউন কিছুটা শিথিল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ঘোষণা দেন, দেশটির পেশাদার অ্যাথলেটরা আগামী ৪ মে থেকে অনুশলীন শুরু করতে পারবে। তবে স্প্যানিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে বাড়ানো হবে পরিক্রমা। প্রথম ধাপে জিরো ফেসের অধীনে হবে।

এছাড়া খুব দ্রুতই স্পেনের ফুটবল মাঠে গড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন সানচেস। তিনি বলেন, ‘পেশাদার অ্যাথলেটরা এককভাবে ৪ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে।’

সানচেস বলেন, ‘জিরো ফেসের অধীনে পেশাদার ও ফেডারেশন অ্যাথলেটরা পেশাদারি লিগের অনুশীলন এককভাবে শুরু করতে পারবে। আর ফেস এক এর অধীনে মাঝারিমানের অনুশীলনের জন্য অবশ্যই নিরাপত্তা কিট পরিধান করে অনুশীলনে যেতে হবে।’

এদিকে ফেস টু এর অংশ হিসেবে সংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুরু করা যেতে পারে। তবে এতে ৫০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবে না। আর আউটডোরে ৪০০ জনের সম্ভাব্যতা ধরা হয়েছে।

বর্ণ টিভি