• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:২৪

করোনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের আর্থিক সহায়তা ফিফার

26 April, 2020 AM 12:14 ১১৫ বার দেখা হয়েছে

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা; ফিফা তার সদস্য দেশগুলোর মধ্যে মরণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্ষতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশগুলোর মধ্যে সংস্থাটি থেকে দেড় হাজার লাখ ডলার দেয়া হবে। গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ফিফার প্রধান গিয়ান্নি ইনফান্তিনো।

তিনি বলেন, ভাইরাসটির কারণে ফুটবলের কার্যক্রম বন্ধ। আগামী কয়েক দিনের মধ্যে ২০১৯ ও ২০২০ সালের ফুটবলের কার্যক্রম পরিচালনার জন্য এই সহায়তা দেওয়া হবে। অর্থাৎ এই অর্থ ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যেই বণ্টন করা হবে।

ফিফা থেকে জানানো হয়, প্রতিটি সদস্য দেশের ফুটবলের গভর্নিং বডিকে নির্দিষ্ট কিছু শর্ত মেনে ৫ লাখ ডলার করে দেয়া হবে।

ফিফা সভাপতি বলেন, আমাদের ইচ্ছা পুরো ফুটবল কমিউনিটিকে এই সংকট থেকে উদ্ধার করবো। সংস্থার পক্ষ থেকে আর্থিক সহায়তা সেই সুদূরপ্রসারী পরিকল্পনার প্রাথমিক পদক্ষেপ। আমাদের যেসব সদস্য দেশ তীব্র সংকটে পড়েছে তাদের সহায়তা করা আমাদের দায়িত্ব।

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে আমাদের সদস্য অ্যাসোসিয়েশনগুলোতে আর্থিক সহায়তা পৌঁছেছে। তাদের অনেকেই করোনাভাইরাসের কারণে তীব্র সংকটে পড়েছে।

বর্ণ টিভি