রিয়াদ মেট্রোতে কর্মরত প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত- বর্ণ টিভি
15 January, 2023 AM 7:27
৫৫ বার দেখা হয়েছে
ফকির আল-আমিন স্পোর্টস ডেস্কঃ আরব রিয়াদ মেট্রো 1B2 প্রজেক্টে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
রিয়াদে একটি ফুটবল গ্রাউন্ডে খেলায় অংশগ্রহণ করেন ইলেকট্রিকেল গ্রুপ বনাম মেকানিকেল গ্রুপ। এতে জয় লাভ ১-০ গোলে জয় লাভ করে ইলেকট্রিকেল গ্রুপ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মোঃ ইমন।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোঃ আল-আমিন শেখের সভাপতিত্বে সিরাজুল ইসলাম দিক্কাতের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রয়েল আনিনুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম আহমেদ, আব্দুল খালেক, ইফতি আহমেদ, আলী হোসেন, সাদেক আলী, রাকান আলসান্নান ।
শেষে আমন্ত্রিত অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন। এ সময় প্রবাসীরা আনন্দঘন পরিবেশে পুরো আয়োজনটি উপভোগ করেন।