লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে, রবের্ত লেভানদোভস্কির মতো তারকা খেলোয়াড়রা বিভিন্ন সেবামূলক সংস্থাকে সহযোগিতা করছেন।
স্পেনে চলা জরুরি অবস্থার মধ্যে সঙ্কটে পড়েছে বার্সেলোনা। ক্লাবের কার্যক্রম সঠিকভাবে যাতে পরিচালিত হতে পারে, সেজন্য মূল দলের খেলোয়াড়রা তাদের পারিশ্রমিকের ৭০ শতাংশ কম নিচ্ছে।
তেভেস বলেন একজন ফুটবলার ছয় মাস বা এক বছর বেতন না নিয়েও বাঁচতে পারবে। আমরা সেই সব মানুষের মতো দুরবস্থায় নেই, যারা বাচ্চাদের নিয়ে দিনাতিপাত করে, যারা পরিবারকে খাওয়ানোর জন্য প্রতিদিন সকাল ছয়টায় ঘর থেকে বের হয়ে সন্ধ্যা সাতটায় ফেরে।
ক্লাবগুলোকেও এই বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তেভেস।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics