২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের লিগ ওয়ানের দল পিএসজিতে যোগ দেন নেইমার।
পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে নেইমারের বার্সেলোনার তাঁবুতে ফেরা নিয়ে একাধিকবার গুঞ্জন উঠেছে। লিওনেল মেসি, লুইস সুয়ারেসরাও একাধিকবার জানিয়েছেন নেইমারকে ফিরে পাওয়ার প্রত্যাশা।
বার্সেলোনার কর্মকর্তারা নেইমারের ফিরিয়ে আনা নিয়ে ইতিবাচক, নেতিবাচক দুই রকম মন্তব্যই করেছেন। তবে চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করা ফরোয়ার্ডের বার্সেলোনার জার্সিতে ফেরা হয়নি।
কিন্তু দিয়ারিও স্পোর্ত নতুন মৌসুম সামনে রেখে নেইমারের ফেরার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। ‘নেইমারকে ফেরানোই একমাত্র লক্ষ্য
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics