দৃঢ় ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তবে চোটে পড়ে মাঠ ছাড়তে হলো টাইগার ওপেনারকে। সিঙ্গেল নিতে গিয়ে পেশিতে টান পড়ে তার। চোটের কারণে লিটনকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ক্রিজ ছাড়ার আগে ৮৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮১ রান করেন তিনি।
৩৩.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৩ রান।
১১৯ রানে ভাঙলো টাইগারদের ওপেনিং জুটি
ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের কোনোটিতেই টাইগারদের ওপেনিং জুটি ছুঁতে পারেনি পঞ্চাশের কোঠা। প্রথম ম্যাচে ৯, দ্বিতীয়টিতে ৪৮ ও তৃতীয় ওয়ানডেতে ২০ রানে ছেদ পড়ে টাইগারদের উদ্বোধনী জুটিতে। এবার জিম্বাবুয়ের প্রথম ওয়ানডেতে বিপক্ষে ১শ’ ছাড়ালো বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ। তামিম-লিটন মিলে স্কোরবোর্ডে তুললেন ১১৯ রান।
২৫.৪ ওভারে সিকান্দার রাজার বলে তামিম আউট হলে ভাঙে এই শতক ছোঁয়া জুটি। ৮৮ বলে ৯ চারে ৬২ রান নিয়ে সাজঘরে ফেরেন তামিম।
ফিফটির দ্বারপ্রান্তে রয়েছেন ওপেনার লিটন দাস।
Copyright © 2022 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics