বয়স ৩১ হয়ে গেছে। তিন সংস্করণের ক্রিকেটেই তাঁর চাহিদা থাকলেও সম্ভব হচ্ছে না এত ভার নেওয়া। দলের নেতৃত্বও যে তাঁর কাঁধেই। তাই যে কোনো এক সংস্করণ সড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কোহলি। বৃহস্পতিবার ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
দৃষ্টি শক্তি কমে গেছে কোহলির।’ কিছুদিন আগে বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন সাবেক অধিনায়ক কপিল দেব। গত নিউজিল্যান্ড সফরে যাচ্ছেতাই ব্যাটিং করে ছিলেন কোহলি। সেঞ্চুরি তো ছিলই না, তিন সংস্করণ মিলে ১১ ইনিংস খেলে ফিফটি করেছিলেন মাত্র একটি।
কোহলি বলেন দিনের পর দিন এভাবে ব্যস্ত ক্রিকেট সূচি মানা যে কঠিন সেটা পরিষ্কার বলে দিয়েছেন কোহলি, ‘নয় বছর ধরে এক টানা তিন ফরম্যাটে খেলে যাচ্ছি, আইপিএল তো আছেই। ছয় বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করছি। বিষয়টি এত সহজ নয়।’
ভারতের মাটিতে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। তত দিন তিন সংস্করণে খেলা চালিয়ে যাবেন কোহলি। কিন্তু এরপরই বড় এক সিদ্ধান্ত নেবেন, ‘আগামী বিশ্বকাপ পর্যন্ত দুই-তিন বছরের জন্য একটা সময় বেঁধে দিয়েছি। তত দিন আমার সর্বোচ্চটাই দেব। এর পর কী অবস্থা, কোন এক ফরম্যাটে—এসব নিয়ে চিন্তা করবেন।
ওয়ানডে নাকি টি-টোয়েন্টি—কোনটি বাদ দেবেন কোহলি?
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics