টেস্টে অবশ্য কোনো সিরিজ ছিল না। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তিন ওয়ানডেতেই বাংলাদেশের রান ছাড়িয়েছে তিনশ, রানের রেকর্ড গড়েছে ও ছুঁয়েছে প্রতি ম্যাচেই। দ্বিতীয় ওয়ানডে ছাড়া অন্য দুই ম্যাচেই জয় ধরা দেয় দাপটের সঙ্গে।
টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি জিম্বাবুয়ে। ২০০ রানের স্কোর গড়ে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪৮ রানে। দ্বিতীয় ম্যাচে আগে বোলিং করেও জয় এলো অনায়াসে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
জয়ের সঙ্গে বাংলাদেশ ছুঁয়েছে দুটি মাইলফলক। প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে এক দফায় তিন সংস্করণেই ধরা দিল সিরিজ জয়। এক সিরিজে তিন সংস্করণ মিলিয়ে সব ম্যাচে জয়ের স্বাদও বাংলাদেশ পেল প্রথমবার।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics