• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:৩৫

মক্কায় করোনা উপর্সগ নিয়ে এক বাংলাদেশির মৃত্যু

25 April, 2020 PM 6:54 ১৭৯ বার দেখা হয়েছে

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাকিয়া এলাকার ব্যবসায়ী করোনা উপর্সগ জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট আক্রান্ত হয়ে লোহাগাড়ার আরেক প্রবীণ রেমিটেন্স যোদ্ধা মুজিবুর রহমান (প্রকাশ মুজিব সওদাগর) মারা যান। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট ভুগছেন হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে স্বজনরা গত ৫ দিন আগে মক্কা আল হেরা হাসপাতাল ভর্তি করেন। আজ ২৫ এপ্রিল শনিবার দিবাগত রাত দের-টার সময় চিকিৎসাধীন অবস্থায় এ প্রবীণ রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়।

মক্কা-প্রবাসী মুজিবুর রহমার মুজিব সওদাগরের বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের (আধুনগর উচ্চ বিদ্যালয়ের সোজা দক্ষিণ-পশ্চিমে) ৫নং ওয়ার্ডে শইমর পাড়ায়।

বর্ণ টিভি