গীতা রামজি অরুম ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠানটি এইচআইভ-এইডস ও টিবির প্রতিষেধক উৎপাদন নিয়ে কাজ করে। গত মঙ্গলবার উপকূলীয় শহর দুরবানের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি তাঁর জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন এইচআইভি-এইডসের প্রতিষেধক আবিষ্কারের জন্য। কারণ, দক্ষিণ আফ্রিকার লাখ লাখ মানুষ এতে আক্রান্ত। দরিদ্র এই মানুষগুলোর চিকিৎসায় স্বল্পমূল্যের কোনো ওষুধ নেই। ফলে প্রতিবছরই বিপুলসংখ্যক লোক বিনা চিকিৎসায় মারা যান এখানে।
গীতার সহকর্মী ও বন্ধু গেভিন চার্চইয়ার্ড আজ বৃহস্পতিবার বিবিসিকে বলেন, ‘গীতা অনেক দিন ধরে নারীদের এইচআইভি থেকে রক্ষায় কাজ দেবে, এমন প্রতিষেধক নিয়ে কাজ করছিলেন।’
এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা বলেছেন, অধ্যাপক গীতার মৃত্যুতে এইচআইভি-এইডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ও বিশ্বের লড়াই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics