• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:৩৫

যাকাত – মাহদী হাসান

21 April, 2020 PM 3:41 ২১৩ বার দেখা হয়েছে

যাকাত এতো করুণা নয়, গরিবের হক্ব মাত্র,
যাকাত দিয়ে ভেব না তুমি, সে করুনার পাত্র।

যাকাত এতো আল্লাহর বিধান, নির্ধারণও করেছেন তিনি,
না যদি দাও পরিমাপ করে, থাকবেতো তুমি ঋণী।

হাশরের সেই কঠিন মাঠে হিসাব তোমায় দিতেই হবে,
তবে কেন আজ গরিবের হক্ব বুজিয়ে দাও না ভবে।

তোমাই করেছে ধনি, তাই করো না গরিবকে হিংসা,
সকালের ধনি বিকেলে ফকির আছে কত এমন কিচ্ছা।

সাম্যের গান গেয়েছিল নজরুল রবীন্দ্রনাথ,
বলেছিল তারা জগতে যেন না থাকে অনাথ।

তবে কেন ভেদাভেদ, সমতা আনো ধনি গরিবের তরে,
দেখবে ভুবন স্বর্গরাজ্য হবে চিরতরে।

বর্ণ টিভি