যাকাত এতো করুণা নয়, গরিবের হক্ব মাত্র,
যাকাত দিয়ে ভেব না তুমি, সে করুনার পাত্র।
যাকাত এতো আল্লাহর বিধান, নির্ধারণও করেছেন তিনি,
না যদি দাও পরিমাপ করে, থাকবেতো তুমি ঋণী।
হাশরের সেই কঠিন মাঠে হিসাব তোমায় দিতেই হবে,
তবে কেন আজ গরিবের হক্ব বুজিয়ে দাও না ভবে।
তোমাই করেছে ধনি, তাই করো না গরিবকে হিংসা,
সকালের ধনি বিকেলে ফকির আছে কত এমন কিচ্ছা।
সাম্যের গান গেয়েছিল নজরুল রবীন্দ্রনাথ,
বলেছিল তারা জগতে যেন না থাকে অনাথ।
তবে কেন ভেদাভেদ, সমতা আনো ধনি গরিবের তরে,
দেখবে ভুবন স্বর্গরাজ্য হবে চিরতরে।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics