• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:৪৩

★★ পাঞ্জেরী ★★

16 April, 2020 PM 4:54 ২৮৪ বার দেখা হয়েছে

ওহে! পাঞ্জেরি অচেতন হয়ে ঘুমিয়ে পরছো নাকি?
জেগে দেখ তুমি, এখনো যে তোমার অনেকটা পথ বাকি।

ঝড় দেখে ভয় পেয়ে তুমি হাল ছেড়না কভু,
চলার পথে সাহায্য করবে মহীয়ান সে প্রভু।

অাস্থা,বিশ্বাস,ভরসা নিয়ে বৈঠা ধরো তুমি,
পথের সন্ধান বলে দিবে তোমায় তিনি তো অন্তঃযামী।

তোমার অধীনে শত মুসাফির, গন্তব্যে যাবে বলে,
তবুও কেন তুমি অচেতন হয়ে, চলেছো বে-খেয়ালে?

অস্থির হয়ে যাত্রীরা দেখ গরজে উঠছে স্ব-স্থানে,
বলছে তারা কখন এ সাগর কিনারা খুজে পাবে?

ওহে পাঞ্জেরি! সজাগ হও, পুনরায় তুমি রাস্তার দিশা খুঁজো,
তুমি তো পাঞ্জেরি সকলের চেয়ে ভালো তুমি-ই বুঝো।

রুপক কবিতা

বর্ণ টিভি