আমার নাহয় আছে কিছু ভালোই লাগে ঘরে,
যার নেই তার মাথায় আকাশ ভাঙ্গবে একটু পরে।
আমি নাহয় রাত্র দুপুর আহার টি যাই ভুলে,
যার নেই তার শুকনো রুটি তিন বেলাতেই চলে।
আমি নাহয় এই অবেলায় হাজার স্বপ্ন বুনি,
যার নেই তার স্বপ্ন এখন খাবার একটুখানি।
আমার ঘর আজ কোপ্তা ইলিশ হরেক খাবারে ঠাসা,
যার নেই তার পাতিল জুড়ে টিকটিকি বাধে বাসা।
আমার এখন সময় কাটে নানান রঙ্গিন গানে,
যার নেই তার দিনটা কাটে খোদার আসার ত্রানে।
আমার এখন ফেসবুক জুড়ে হাজার ফলোয়ার,
নানান রকম চ্যালেঞ্জ করে দিন কাটে আমার।
যাদের এখন ত্রানের দানে একেকটা দিন যায়,
তাদের এখন বড় চ্যালেঞ্জ একটু বাঁচতে চাই।
তাদের ঘরের বউ ছেলেমেয়ে একটু খাবার পেতে,
রাস্তা ঘাটে চষে বেড়ায় নানান অজুহাতে।
দিনের শেষে শূন্য পেট আর শূন্য হাতে ফেরে,
দু হাত তুলে বেহেশত নয় খাবার চেয়ে মরে।
তাদের দোয়া আমার দোয়া সমান হবে না,
তাদের দোয়া আর খোঁদার মাঝে পর্দা থাকে না।
তারা আমার ময়লা মুছে আমায় বহে কাধে,
তারা আমার মুখরুচক অমৃতটাও রাধে।
আমার বড় দালান কোঠা সবই তাদের দানে,
তবে কেন তাদের রিজিক ভরবে আমার ত্রানে।
এটা তাদের ত্রান নয় ভাই পাওনা আমার কাছে,
তারা এখন কষ্টে আছে আমার কষ্ট মুছে।
এখন আমার সময় এলো শোধা তাদের ঋণ,
নয়ত খোঁদা জিজ্ঞাসিলে কি বলব ঐদিন।
এই সঙ্কটে মোরাই পারি রাখতে তাদের সুখি,
মোরা তারা সবাই হব স্রষ্টার মুখোমুখি।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics