লিখেছেনঃ ফারাবি আহাম্মেদ রায়হান
তবুও দেখতে চাই পিছনে তাকায়,,!
মন থাকে না মনের ঘরে, কি হলো যে হাই,
আমার মন যে চাই শুধু তোমায়।
তবুও দেখতে চাই পিছনে ফিরে তাকায়,!
কি করিব কি বলিব বুঝার কিছু নাই,
এতোই বলি তুমি সুন্দর তোমার দিকে তাকাই,
কে গো তুমি এলে, স্বপ্ন দেখি তোমায় নিয়ে,
তবুও দেখতে চাই পিছনে ফিরে তাকায়!
ময়াবি চোখ তোমার, আরো তোমার, রাঙ্গানো মুখ,
কি সুন্দর চিরল দাঁত আর লম্বা কালো চুল,
আমি চিরকাল দেখতে চাই, তোমার সেই হাসি মুখ।
তবুও দেখতে চাই তোমার সেই হাসি মুখ,,!
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics