মন্দিরা এখন অনেক বেশী লাজুক স্বভাবের
যেন ভুলে গেছে অতীতের স্মৃতিগুলো অনেকটাই
পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরবে
এই কামনা বাসনা পূর্ণতাই হবে বোধহয়।
অপেক্ষায় দাঁড়িয়ে প্রহর গুনছে গাঁয়ের ছেলেটি
কখন বুঝি গাঁয়ের মেঠো পথ ধরে ফিরবে মন্দিরা
অপেক্ষার পালা বুঝি আর শেষ হয় না
অনেকটা স্বস্তির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে।
শহরের উচ্চ শিক্ষিত বাবুদের প্রেম হাবুডুবু খাচ্ছে
জীবনের নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষায় মন্দিরা
নিজেকে প্রফেশনাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
হারিয়ে গেছে কোথায় গাঁয়ের ভালবাসার গল্প।
এবার বাড়িতে ফেরার সময় ভাবী হয়েছে
দুজন মিসে আছে একেবারে নতুন স্বপ্ন বিভোরে
হাসি খুশি অনন্ত দিগন্তের সূচনা লগ্নে
পূর্ণ জমনের সৌন্দর্যের লীলাভূমির ভূবনে।
হঠাৎ করেই অন্তরালে দেখলো শাশ্বন ঘাটে নতুন চিতা
কিছু মানুষ অশ্রু সিক্ত নয়নে দাঁড়িয়ে আছে
দাও দাও করে জ্বলছে আগুনের শেখা
জীবন্ত দগ্ধ হচ্ছে একটি প্রেমের অপমৃত্যু ।
মন্দিরা বেদী ঝলমল নয়নে তাকিয়ে রইল একদৃষ্টিতে
জীবনের অর্থ প্রাপ্তির কিছুটা হলেও লালসা ছিল
নিজেকে অপরাধী মনে হচ্ছিল অন্তরে
নীরবে দাঁড়িয়ে নীরবতা আর অশ্রু সিক্ত নয়নে মন্দিরা।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics