সৌদি আরবে মক্কা মদিনা ব্যাতীত সকল মসজিদ নামাজের ১৫ মিনিট পূর্বে খুলবে, নামাজ শেষে ১০ মিনিট পর বন্ধ হবে। যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মসজিদে যেতে হবে। সৌদি আরবে মসজিদ খোলার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা ও বিধিনিষেধ।
১. আজানের ১৫ মিনিট আগে মসজিদ খোলা এবং নামাজের ১০ মিনিট পরে বন্ধ করা।
২. আজান এবং ইকামাহের মধ্যে ১০ মিনিট অপেক্ষার সময় রাখা।
৩. প্রবেশের সময় থেকে নামাজের শেষ সময় পর্যন্তই জানালা এবং দরজা খোলা রাখা।
৪. মসজিদগুলি থেকে অস্থায়ীভাবে কোরআন এবং বই সরিয়ে নেওয়া।
৫. একে অপরের মধ্যে ২ মিটার দূরত্ব বজায় রাখা।
৬. দুই কাতারের মধ্যে এক কাতার ফাঁকা রাখা।
৭. সমস্ত ওয়াটার কুলার এবং রেফ্রিজারেটর বন্ধ রাখা।
৮. মসজিদের ভেতরে-বাইরে পানি বা খাবার বিতরণ স্থগিত রাখা।
৯. টয়লেট এবং ওযুর স্থান বন্ধ রাখা।
জুমার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা:
১. জুমার নামাজের ২০ মিনিট আগে মসজিদ খোলা এবং নামাজের ২০ মিনিটের পরে বন্ধ করা।
২. নামাজসহ শুক্রবারের খুতবা ১৫ মিনিটের বেশি না হওয়া।
তবে, সতর্কতামূলক ব্যবস্থাগুলি হারামাইনের জন্য প্রযোজ্য নয়, প্রশাসন এখনও দুটি পবিত্র মসজিদের প্রোটোকল প্রকাশ করেনি।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics