• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সকাল ৮:৫০

হেরা পাহাড়, যেখানে ধ্যানমগ্ন থাকতেন প্রিয় নবী মুহাম্মদ (সাঃ)

8 January, 2020 AM 1:28 ৪৪৭ বার দেখা হয়েছে

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- হেরা পাহাড়, যেখানে ধ্যানমগ্ন থাকতেন প্রিয় নবী মুহাম্মদ (সা:) । জাবালে নুর নামে পরিচিত হেরা পাহাড় পবিত্র মক্কা নগরীর একটি ঐতিহাসিক স্থান। মসজিদুল হারামের উত্তর-পূর্ব দিকে অবস্থিত এ পাহাড় ৬৪২ মিটার উঁচু। পাহাড়ের চূড়ায় বিখ্যাত হেরা গুহা অবস্থিত। নবুয়ত প্রাপ্তির আগে প্রিয় নবী (সাঃ) এ গুহায় আল্লাহর ইবাদত করতেন। গুহার নিরিবিলি পরিবেশে ধ্যানমগ্ন থাকতেন তিনি। মহানবী (সা:) এই গুহায় অবস্থানকালীন সময়েই সর্বপ্রথম সরাসরি ওহি বা আল্লাহর প্রত্যাদেশ লাভ করেন। ফেরেশতা জিবরাইল (আঃ) এসে রাসুলকে (সা:) বলেন, ‘পড়ুন।’ রাসুল (সা:) বললেন, ‘আমি পড়তে জানি না।’ জিবরাইল (আ:) নবী করিম (সা:)-কে আলিঙ্গন করে পুনরায় বলেন, ‘পড়ুন।’ এভাবে তিন বার ফেরেশতা জিবরাইল (আ:) তাকে আলিঙ্গন করেন।

এরপর নবী করিম (সা:) পড়তে শুরু করলেন। সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত সেদিন অবতীর্ণ হয়। হেরা পাহাড় ঘিরে নবীজির অনেক স্মৃতি রয়েছে একবার নবীজি কয়েকজন সঙ্গীসহ এ পাহাড়ে আরোহণ করেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করে। মহানবী (সা:) তখন বলেন, ‘শান্ত হও হে হেরা, তোমার ওপর একজন নবী, একজন সিদ্দিক ও একজন শহীদ অবস্থান করছেন।’ (মুসলিম, হাদিস: ২৪১৭) হেরা গুহায় পৌঁছানো কষ্টসাধ্য ব্যাপার। তবুও প্রিয় নবীর স্মৃতিধন্য হওয়ায় হজযাত্রী-পর্যটকদের কাছে এটি একটি প্রিয় স্থান।

বর্ণ টিভি