• বৃহস্পতিবার ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ৮ই জুন, ২০২৩ ইং
  • সকাল ৮:২৯

ইসলামী সংগীতে শ্রোতাদের মনে সাড়া ফেলেছে মাহফুজুল আলম

10 July, 2021 PM 2:41 ৫৮১ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টনাশিদ শিল্পী মাহফুজুল আলম ছোটবেলা থেকেই নাশিদ গেয়ে কুড়িয়েছেন দর্শকদের জনপ্রিয়তা।

২০১০ সালে কলরবে কাজ শুরু করেন এবং মায়ের কথা, তোমার বন্ধু উপর তলায় বাসা, স্বয়নে স্বপনে মা সহ বেশ কয়েকটি নাশিদ ছোটবেলায় রিলিজ হয় যা ইসলামী সংগীত প্রেমিদের মনে আজো গেঁথে আছে।

বড় হয়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ, হৃদয় মাঝে মালা গাঁথি, আমি চাইনা বাঁচতে, নবী মোর পরশমনি, নাতে রাসুল, প্রিয় বাবাসহ অসংখ্য নাশিদ গেয়ে নিজের সংগীত ক্যারিয়ার উজ্জল করেছেন।

বর্তমানে তিনি কলরবের শিল্পীসহ হলি টিউন স্টুডিওর সাউন্ড ডিজাইনার দায়িত্ব পালন করছেন।

 

তার ইচ্ছে বাংলাদেশের ইসলামী সংগীতে নিজেকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া৷ অপসংস্কৃতিকে দূরে ঠেলে সুস্থ সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিবে এমনটাই প্রত্যাশা করুন নাশিদ শিল্পী মাহফুজুল আলম৷

বর্ণ টিভি