• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:৫০

রিয়াদে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

31 December, 2019 PM 6:40 ১৪৮ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের শ্রম উইং এর উদ্যোগে দূতাবাসে সেবা গ্রহণ করতে আগত প্রায় তিনশত বাংলাদেশী শ্রমিকদের নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ জেনে বুঝে ও প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে আসার জন্য প্রবাসীদের আহবান জানান। তিনি বলেন সরকার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নানারকম প্রশিক্ষণ প্রদান করছে । এ সকল প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষতা অর্জন করে বিদেশে আসলে ভালো বেতন পাওয়ার সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বদ্ধপরিকর। এছাড়া সৌদি আরবে অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যেও কাজ করছে সরকার।
রাষ্ট্রদূত সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থান হওয়ায় সৌদি বাদশাহ ও যুবরাজকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, প্রবাসী কর্মীদের জীবন নিরাপদ ও ঝুকিমুক্তকরণের উদ্দেশ্যে সকল প্রবাসীকে বীমার আওতায় আনতে কাজ করছে সরকার।
দূতাবাসকে প্রবাসী বান্ধব করে গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান। রাষ্ট্রদূত গোলাম মসীহ অভিবাসীদের জন্য নেয়া দূতাবাসের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, দূতাবাস অভিবাসীদের সকল সেবা দ্রুত ও সহজে প্রদান করার জন্য কাজ করে যাচ্ছে। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিবাসীদের সেবা দেয়ার লক্ষ্যে প্রবাসী সেবা কেন্দ্র চালু করা হয়েছে।
দূতাবাসের মিশন উপ প্রধান ড. মোঃ নজরুল ইসলাম দালালের কাছে না যেয়ে জেনে বুঝে বিদেশে আসার পরামর্শ দেন। তিনি বলেন, সৌদি আরবে দক্ষতা অর্জন করে আসা উচিত তাহলে চাকুরীর সুবিধা পাওয়া যাবে। আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার আনিসুল হক বলেন, রাষ্ট্রদূত সব সময় প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয় নিয়ে কাজ করেন।
শ্রম কাউন্সেলর মেহেদী হাসান দূতাবাসের শ্রমকল্যাণ উইং এর বিভিন্ন সেবার আধুনিকীকরণ সম্পর্কে বর্ণনা করে বলেন, সকল কর্মকর্তা ও স্টাফদের টেলিফোন সবসময় খোলা থাকে, যাতে প্রবাসীরা দিনে রাতে যে কোন সমস্যায় পরামর্শ গ্রহণ করতে পারে।
অনুষ্ঠানে দীর্ঘ ৪০ বছর ধরে সৌদি আরবে বসবাসরত নোয়াখালীর বেগমগঞ্জ প্রবাসী মোঃ সোলায়মানকে সন্মানসূচক সভাপতির আসন প্রদান করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকল অভিবাসীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বর্ণ টিভি