• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:২৮

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে মাংস পাঠাচ্ছে সৌদি আরব

5 February, 2020 PM 11:02 ২৮৪ বার দেখা হয়েছে

সৌদি থেকে খলিল চৌধুরী:বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সোদি আরব থেকে ৪০ হাজার কার্টুন কোরবানি পশুর মাংস যাচ্ছে। ত্রাণ সামগ্রী হিসেবে এসব মাংস আমদানি করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তাই মাংসগুলোতে যাতে কোনও ধরনের শুল্ক আরো করা না হয়, সে জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য সৌদি আবর থেকে ৪০ হাজার কার্টুন কোরবানির মাংস আমদানি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব মাংস (ত্রাণ সামগ্রী) বিনামূল্যে বিতরণের জন্য সৌদি আরবের সংস্থা গ্লোবাল কনটেইনার্স শিপিং কোম্পানি এসব মাংস পাঠাচ্ছে। এগুলো কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ ছাড়া বিক্রয় বা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে না।

চিঠিতে আরও বলা হয়, এসব দ্রব্যাদি চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধির উপস্থিতিতে সরাসরি চট্টগ্রাম বন্দর হতে গৃহীত হবে। এ ত্রাণ সামগ্রী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ব্যয় নির্বাহ করা হবে।

বর্ণ টিভি