করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) তৈরির পথে বড় ধরনের অগ্রগতি লাভের দাবি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তাঁরা বলছেন, তাঁদের তৈরি ভ্যাকসিন আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের ফলে করোনাভাইরাস নিষ্ক্রিয় হয়ে যাবে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এরই মধ্যে ওই ভ্যাকসিনটির প্রাথমিক পরীক্ষা চালিয়েছেন। তাঁদের দাবি, এটি শরীরে প্রয়োগের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপক বেড়ে যায়। ফলে শরীরের ইমিউন সিস্টেম স্বাভাবিকভাবেই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে হার মানাতে পারে। এতে করে করোনামুক্ত হয়ে রোগী সুস্থ হয়ে উঠবে।
ভ্যাকসিন উদ্ভাবক দলের একজন প্রফেসর পল ইং বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি প্রয়োগের ফলে শরীরে কোষের সংস্কৃতি বদলে ভাইরাসের মৃত্যু ঘটছে।
গবেষকদের বিশ্বাস, চলতি বছরের জুনের শুরুতেই প্রাথমিক পরীক্ষার চূড়ান্ত ফল চলে আসবে। তারপর মানুষের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষা চালানো সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics