• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:১৫

হেরামে প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা করেন ইমাম সুদাইস

27 April, 2020 PM 8:18 ২৩২ বার দেখা হয়েছে

মক্কা-মদিনা হেরামের প্রেসিডেন্ট সমগ্র বিশ্বের আলেম সমাজের উজ্জল নক্ষত্র শাইখ ড. আবদুর রহমান আল সুদাইস প্রতিদিন মসজিদুল হেরামে প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন সর্বজন শ্রদ্ধেয় এ মহান ব্যক্তি। পবিত্র হেরামে প্রবেশের আগেই শাইখ সুদাইস প্রতিদিন নিজ শরীরের তাপমাত্রা পরীক্ষা মুসলিম বিশ্বের কাছে সচেতন এক বিরল দৃষ্টিন্ত হয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ভাইরাল হয়। মহামারি করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে শুরু থেকে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব জুড়ে জনসচেতনতা মূলক প্রচারণা ও ইসলামিক বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন মক্কা বায়তুল্লাহ (কা’বা) ঘর ঘীরে মসজিদুল হেরামের প্রধান খতিব ও ইমাম ড. শাইখ আবদুর রহমান আল সু্দাইস।

জমজম বিশ্বের প্রথম ও সেরা বিশুদ্ধ পানি। এ পানি পাণ করার মধ্যদিয়ে মানুষের সমস্ত কিছুর শেফা দান করেন। সাম্প্রতিক তিনি রওসুলের মোবারক মদিনা মানোয়ার থেকে আসার পথে রাস্তায় বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে জমজম পানি বিতরণ করেন।

বর্ণ টিভি