জার্মানিতে করোনা পরিস্থিতি উন্নতির দিকে
27 April, 2020 PM 1:05
১৮২ বার দেখা হয়েছে
জার্মানিতে করোনা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন দুই হাজারেরও কম। একইসঙ্গে কমেছে মৃতের সংখ্যাও। একে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল ও তার মন্ত্রীসভার বিচক্ষণতার পাশাপাশি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রমের ফল বলছেন স্থানীয়রা। তবে তাপমাত্রা বাড়লেই কোবিড নাইন্টিন এর সংক্রমণ কমে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে বার্লিন বসবাসরত স্থানীয়রা বলেন শুধুমাত্র স্বাস্থ্যবিধি মানার মাধ্যমেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।
একজন বলেন, আমরা আমাদের দেশের চিকিৎসা পদ্ধতি, সেবার মানের সাথে সাথে আমাদের চ্যান্সেলরসহ অন্যান রাজনীতিকদের করোনার সংকট নিরসনের ভূমিকায় সন্তুষ্ট। আমি মনে করছি মহামারীতে তারা আমাদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছেন। তবে সবার আগে সচেতনাতাই পারে সংক্রমণ ঠেকাতে।