সৌদি আরবে গেল ২০১৯ সালে রেকর্ড ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের বিরোধিতা থাকলেও মধ্যেই রাজ্যটিতে বেড়ে চলেছে মৃত্যুদণ্ডের সংখ্যা।
গত বছর ইরাকেও মৃত্যুদণ্ড দ্বিগুণ বেড়ে ১০০ তে পৌঁছেছে। ২৫১ জনের প্রাণদণ্ড দিয়ে গত বছর চীনের পর দ্বিতীয় স্থানে ইরান।
তবে বিশ্বজুড়ে টানা চতুর্থ বছর প্রাণদণ্ডের সংখ্যা কমেছে, ২০১৮ সালের চেয়ে ৫ শতাংশ কম। গত বছর গোটা বিশ্বে মৃত্যুদণ্ড হয়েছে ৬৫৭ জনের। গত এক দশকে এটাই সর্বনিম্ন বলছে অ্যামনেস্টি।
অবশ্য মানবাধিকার সংস্থাগুলো চীনকে বাদ দিয়েই তালিকা তৈরি করেছে। কারণ চীন এ তথ্য গোপন রাখে, অনুমান করা হয় দেশটিতে হাজারের মতো প্রাণদণ্ড হয়। এছাড়া মৃত্যুর শাস্তির তথ্য গোপন রাখে ইরান, উত্তর কোরিয়া ও ভিয়েতনাম।
অ্যামনেস্টির গবেষণা বিভাগের উর্ধ্বতন পরিচালক ক্লেয়ার আলগার বলেছেন, সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার বেড়ে যাওয়াটা উদ্বেগজনক। গত বছর ১৭৮ জন পুরুষ ও ৬ নারীর প্রাণদণ্ড দেয় তারা। আগের বছর যা ছিল ১৪৯।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics