সৌদি আরব থেকে খলিল চৌধুরী : ভাজ করা ছাতা নির্মিত হওয়ার পর মসজিদুল আল হেরাম, প্রয়াত মালিক আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সাউদের ঘোষণা পত্র, প্রেসিডেন্সি টু হলিমচ কোম্পানি সাথে চুক্তি ও ছাতা বা তাঁবু কি ধরণের মডেল হবে।
বিশ্বের প্রথম ও সবচেয়ে পুরানো এ প্রাচীন স্থাপনা অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা:) জন্মভূমি উন্নত বিশ্বের প্রথম সারির মধ্যপ্রাচ্য সৌদি আরবের পবিত্র মক্কা বায়তুল্লাহ কা’বা ঘর ঘিরে মসজিদুল আল হেরাম।
রসুলের রওজা মোবারক মদিনা মানোয়ার হেরাম শরীফের মাঠে ভাজ করা ছাতা থাকলও মক্কা হেরাম শরীফে নিমিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভাজ করা ছাতা। জানা যায়, ২০১৪-সালের ডিসেম্বর মাসে মক্কা-মদিনা হেরামের হাদেম ও সৌদি আরব সরকারের প্রধান প্রয়াত মালিক আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সাউদ প্রচণ্ড গরম তাপ মাত্রর কথা চিন্তা করে পবিত্র হজ্ব ও ওমরাহ আসা আল্লাহর মেহমান হাজ্বী ও নিয়মিত ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে এ বৃহত্তর ভাজ করা ছাতা নির্মাণ করার ঘোষণা দেন।
জেনারেল প্রেসিডেন্সি টু হলিমচ কোম্পানি নামে ঠিকাদার সৌদি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ভাজ করা ছাতা নির্মাণের কাজ সম্পন্ন করবে।ইতোমধ্যে জাপান থেকে এসে কাজ শুরু করেছে প্রায় ২৫-জন ইঞ্জিনিয়ার সহ প্রয়োজনীয় টেকনিশিয়ান ও সেপটি এক্সপার্ট।
কেমন হবে ছাতা গুলো জানা-গেছে, প্রতিটি ছাতা ৪৫-মিটার উঁচু ও প্রায় ১৬-টন ওজন হবে। প্রতি-টা ছাতা ২৪-স্কয়ার মিটার স্থান জুড়ে ছায়া দিতে সক্ষম হবে। হেরাম শরীফের উপরে ৮-টি হাই টেকনোলোজি সাইজের ছাতা বসানো হবে। হেরামে উত্তর পাশে ৫৪-টি ছাতা বসানো হবে। সবকটি ছাতা মিলে প্রায় ১৯-হাজার ২০০-শত স্কয়ার মিটার স্থান জুড়ে ছায়া দিবে। কা’বা শরীফের ছাদও মডেল ছাতার ছায়া তলে থাকবে।
নির্মিত ভাজ করা প্রতিটি ছাতায় বড় বড় ঘড়ি ও এইচডি স্কিনে তৈরি হবে ছাতায় হাজ্বীদের জন্য দিকনির্দেশনা লেখা থাকবে। ছাতা গুলো এসি সংযুক্ত গরমে ঠাণ্ডা দিবে। হাজ্বীগণ ও প্রার্থনা কারীরা যাতে বিশ্রাম নিতে পারে মত ছাতার নিছে থাকবে ২২-টি ভেন্স ও হাই সিকিউরিটি থাকবে। ছাতা গুলো সম্পন্ন হলে হেরামের উত্তর পাশে ৪-লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবে।
মদিনা মসজিদ নববীতে আগে থেকে ছাতা রয়েছে প্রতিটি ছাতা খোলার সময় এক মিনিট ব্যবধান থাকে যাতে করে একটি ছাতা আরেকটি ছাতার সাথে ধাক্কা না লাগে। গরমের সময় খোলা হয়। খোলার সময় মনে হয় একটি ফুলেল বাগান। এ ভাজ করা ছাতা নির্মিত হলে মক্কা বায়তুল্লাহ (কা’বা ঘর) ঘিরে মসজিদুল আল হেরামের দৃশ্য হবে অন্যরকম আরো সুন্দর।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics