এভজিনিই মিকরিন নামের ওই ব্যক্তি রুশ রকেট নির্মাণকারী প্রতিষ্ঠান এনার্জিয়া রকেট স্পেস করপোরেশনের উপপ্রধান।
গত ৯ই এপ্রিল দক্ষিণ কাজাখস্তানে সয়ুজ এমএস-সিক্সটিন নামের একটি মহাকাশযানের উৎক্ষেপণের সময় তিনি উপস্থিত ছিলেন। সেসময়কার কিছু ছবিতে মিকরিন এবং সয়ুজের ক্রুদের মাস্ক ছাড়া দেখা যায়। এর কিছুদিন পরই করোনায় সংক্রমিত হন মিকরিন।
এছাড়া রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোসের প্রধানের সঙ্গে একই ফ্লাইটে ভ্রমণ করেন তিনি। ওই ব্যক্তি সামাজিক দুরত্বের নিয়ম না মেনে সয়ুজটির ক্রুদের সংস্পর্শে আসেন।সয়ুজটিতে দুইজন রাশিয়ান এবং একজন মার্কিন নভোচারী রয়েছেন।
এঘটনার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে করোনা ছড়ানোর আশঙ্কা করা হলেও রুশ কর্তৃপক্ষ বলছে সেখানে যেন সংক্রমণ ছড়াতে না পারে তা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে।