• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:১৮

ব্রাজিলে করোনার ওষুধ নিয়ে গবেষণা ১১ জনের মৃত্যু

17 April, 2020 AM 11:32 ১৪৯ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিনিয়ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। এই সংকট থেকে উত্তরণের জন্য বিশ্বের বিভিন্ন স্থানে গবেষণা চলছে। তবে এখনো রোগটির কোনো প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। কয়েকটি দেশ আবিষ্কার করার দাবি করলেও সেগুলো এখনো ট্রায়ালে আছে। তাই কবে নাগাদ মরণঘাতী এই ভাইরাসের ওষুধ বাজারে আসবে, তা এখনও বলা যাচ্ছে না।

এদিকে যুক্তরাষ্ট্র, ভারতসহ বেশ কয়েকটি দেশ করোনা রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করে সাফল্য পেয়েছে। তাই ওষুধটি তারা ব্যাপকভাবে প্রস্তুত ও সংগ্রহ করছে। সেই ধারাবাহিকতায় ব্রাজিলে করোনা প্রতিরোধে ম্যালেরিয়ার আরেক ওষুধ ক্লোরোকুইন নিয়ে গবেষণা করা হয়। কিন্ত সেই গবেষণায় ইতোমধ্যে ১১ জন রোগী মারা গেছেন। এরপরই গবেষণাটি স্থগিত করে দেয়া হয়েছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহারের পরামর্শ দেয় ব্রাজিল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে সেটি নিয়ে গবেষণা শুরু করে আমাজোনাস প্রদেশ কর্তৃপক্ষ।

গবেষণায় ব্রাজিলের মানাস শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৮১ জন কোভিড-১৯ রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়। এদের মধ্যে ৪১ জনকে উচ্চমাত্রায় ক্লোরোকুইন দেয়া হয়। সেটির প্রভাবে ছয় দিনের মাথায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

এই গবেষণায় অংশগ্রহণকারী রোগীদের দিনে দুইবার করে ৪৫০ মিলিগ্রাম ক্লোরোকুইন প্রয়োগ করা হয়। আর ৪১ জনকে ১০ দিনের জন্য দিনে দুইবার ৬০০ মিলিগ্রামের উচ্চমাত্রায় ওষুধটি দেয়া হয়। ওষুধ প্রয়োগের তিন দিনের মাথায় তাদের হৃদযন্ত্রের কার্যক্রম অস্বাভাবিক হয়ে পড়ে। ছয়দিনের মাথায় ১১ জন মারা যান।

বর্ণ টিভি