পবিত্র মসজিদ হারাম শরীফের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য জমজম পানি দেয়া । -ডেইলি জাং, ডেইলি পাকিস্তান, মিডিল ইস্ট আই
সুদাইস বলেন, দেশের যেসব হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে, সেসব হাসপাতালে জমজম পানি সরবারহ করা হবে।
সৌদি আরবে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৩৪ জন এবং মারা গেছে ৬৫ জন।
প্রসঙ্গত, জমজম হলো, মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুপ। এটি কাবা থেকে ২০ মি (৬৬ ফুট) পূর্বে অবস্থিত। ইসলামি বর্ণনা অনুযায়ী, নবী ইবরাহিম (আ.) তার স্ত্রী হাজেরা (আ.) ও শিশুপুত্র ইসমাইল (আ.) কে মরুভূমিতে রেখে আসার পর ইসমাঈল (আ.) এর পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল হারামে আগত লোকেরা এখান থেকে পানি পান করে।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics