• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:৪৮

ক্ষতি কমাতে স্পেনে লকডাউন শিথিল

14 April, 2020 AM 10:28 ১৩২ বার দেখা হয়েছে

অর্থনৈতিক ক্ষতি কমাতে চলমান লকডাউন সীমিত পরিসরে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে করোনাভাইরাসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত স্পেন।

বিবিসি জানায়, কড়া নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মেনে প্রক্রিয়াজাত, নির্মাণ শিল্প এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের কাজের সুযোগ দেয়া হয়েছে। তবে বাকিদের বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির  প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির সাথে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নেন।

কোভিড ১৯  এ আক্রান্ত হয়ে স্পেনে প্রায় ১৭,৫০০ জনের মৃত্যু হয়েছে। তবে সম্প্রতি দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে।

স্পেনের নাগরিকদের সতর্ক করে দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় কাঙ্ক্ষিত সাফল্য থেকে আমরা এখনো দূরে রয়েছি। তবুও অর্থনীতি যেনো পুরোপুরি ভেঙে না পড়ে সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, দ্বিতীয় দফায় ভাইরাস স্পেনে সংক্রমণ যাতে না ঘটায় সে জন্যে নাগরিকদের আরও কিছুদিন নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন, স্পেনে ধীরে ধীরে মৃত্যুর হার কমছে। রোববার দেশ জুড়ে মৃতের সংখ্যা ছিল ৬১৯ জন সেখানে গত ২৪ ঘণ্টা মারা গেছে ৫১৭ জন। এখন পর্যন্ত মারা গেছে ১৭,৪৮৯জন।

দেশজুড়ে পাবলিক ট্রান্সপোর্টে প্রায় এক কোটি মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে স্পেন প্রশাসন।

বর্ণ টিভি