• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:১১

সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৫জন মোট ১৮৮৫

3 April, 2020 AM 3:31 ৩০৬ বার দেখা হয়েছে

সৌদি আরব প্রতিনিধিঃ মরণব্যাধি করোনাভাইরাস সৌদি আরবে আক্রান্ত আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ১৬৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৮৮৫জন। আজকে মারা গেছে ৫জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ২১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৩২৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭জন, মক্কায় ৪৮জন, মদিনায় ৪৬জন, জেদ্দায় ৩০জন, দাম্মাম ৪জন, কাতিফ ৫জন,খোবার ১জন, আল খাবজি ৯জন, দাহারান ৪জন, খামিজ মোশায়ে্ত ৬জন, আবহা ২জন, বিসা ১জন, আহাদ রাফিদা ১জন, রাস্তানুরা ১জন বলে জানা গেছে, খবরটি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সৌদি আরবের আইন মেনে চলুন, নিজে বাঁচব ও অন্যকেও সুন্দর ভাবে বাঁচাতে সহযোগিতা করবো ।

বর্ণ টিভি