• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:৪১

দুর্যোগে অসহায় মানুষের পাশে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা

1 April, 2020 AM 5:40 ৩৪৮ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক বিচ্ছিন্নতায় সৃষ্ট বিপর্যয়ের কারণে অর্থ সংকটে চরম সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষজন ও তাদের পরিবার। এমন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কুরআন তিলাওয়াতের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। কেবলমাত্র দিনমজুরি আয়ের একমাত্র উৎস এমন এক হাজার পরিবারকে নগদ ১ হাজার টাকা অথবা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে ‘ আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

সংস্থার প্রতিষ্ঠাতা ও মহাসচিব বিশ্বনন্দিত ক্বারী, লেখক, সম্পাদক, ও আল্লামা ইসহাক মাদানী রহ. সুযোগ্য সাহেবজাদা, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন। এসময় তিনি দেশবাসীকে স্বাস্থ্য অধিদপ্তর ও আলেমদের নির্দেশনা মেনে চলার বিশেষ আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, সামাজিক বিচ্ছিন্নতার কারণে সারাদেশে একটা বিপর্যয় নেমে এসেছে। যারা মোটামুটি কিছুটা স্বচ্ছল তারা নিজেদের চালিয়ে নিতে পারলেও যারা দিনমজুর, দিন আনে দিন খায় এমন পরিবারের লোকেরা ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে। বিশেষ করে শহরে যারা রিকশা চালায়, দিনমজুর, ঠেলাওয়ালা, সিএনজি-অটো চালক তারা খুবই সংকটে পড়ে গেছে। ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতি আসতে পারে আল্লাহ মাফ করুন। শায়েখ মাদানী বলেন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা গঠন হয়েছিল নানামুখী কুরআন নিয়ে কর্মসূচি, খাইরিয়া/ আত্ম মানবতার সেবায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। সেই ধারাবাহিকতায় দেশব্যাপী যারা অসহায় পরিবার আছেন, সবাইকে হয়তো সম্ভব না কিন্তু সারাদেশে জেলা ভিত্তিক, বিভাগীয় দায়িত্বশীল ও সমর্থকদের অসহায় পরিবারকে সহযোগিতা করার নির্দেশ দেন।

সেই সাথে প্রাথমিকভাবে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে এক হাজার পরিবারের পাশে দাঁড়াতে সংগঠনের সদস্যরা তালিকা তৈরি করছে। খুঁজে খুঁজে আমরা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবো। সবাইকে না পেলেও, তবে যার যার অঞ্চল থেকে সবাই সক্রিয় হলে অনেকটাই হলেও সম্ভব। তিনি বলেন, ঢাকা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকাতে যেহেতু এই মুহূর্তে গ্রামের চেয়ে দিনমজুররা বেশি বিপদে পড়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে তালিকা শুরু হয়েছে। যেসব পরিবারের উপার্জনক্ষম কেউ নেই, দিনমজুর, প্রতিবন্ধি আছে এমন পরিবারে যারা অসহায় হয়ে পড়েছে তাদেরকে আমরা অনুদান পৌঁছে দেবো। আলাহামদুলিল্লাহ প্রাথমিকভাবে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক উপ সম্পাদক শেখ হাফেজ ইসমাঈল হাসান চৌধুরী সাহেবের নেতৃত্বে ওয়ারী থানায় ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, ২ এপ্রিল থেকে আরো বড় পরিসরে বিভিন্ন পয়েন্টে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ। যারা শরীক হচ্ছেন/স্ব স্ব স্থান থেকে সহযোগীতার হাত বাড়িয়েছেন আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করুন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সংস্থার এক দায়িত্বশীল বলেন, ‘আমরাও যে সবাই খুব বেশি স্বচ্ছল তা কিন্তু নয়। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি বাদবাকি আপনাদেরই সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। সাধ্যমতো যে কেউ আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন। আমাদের প্যাকেজ পরিকল্পনায় ১হাজার টাকা দিয়ে একটি পরিবারের পাশে দাঁড়াতে পারেন আপনিও’। অনুদানগ্রহণের জন্য সংস্থার পক্ষ থেকে বিকাশ নাম্বার ও রকেট নাম্বার দেওয়া হয়েছে।

এতে সারাদেশ থেকে যে কেউ নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে মানবসেবামূলক এ কার্যক্রমে অংশ নিতে পারেবে। বি: দ্র:- এ খাতে যাকাতের অর্থ দেওয়া যাবে। বিকাশ পার্সোনাল +8801712015604 অর্থ বিষয়ক উপ সম্পাদক বিকাশ পার্সোনাল +8801682698062 আইটি বিষয়ক সম্পাদক যোগাযোগ: +8801788808444 / +8801726762276 E-mail: internationalqiratorganization@gmail.com

বর্ণ টিভি