এরদোয়ান বলেন ব্যক্তিগতভাবে আমার সাত মাসের বেতন দান করার মাধ্যমে আমি এই অভিযান শুরু করছি,” বলেছেন তিনি।
এরদোয়ান জানিয়েছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধ করার জন্য গৃহীত পদক্ষেপগুলোর কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন-আয়ের লোকজনকে সহায়তা করাই এই অভিযানের লক্ষ্য।
ভাইরাসটির বিস্তার ঠেকাতে শুক্রবার বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এসব পদক্ষেপের মধ্যে আন্তঃশহর ভ্রমণের ওপর বিধিনিষেধ, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বেড়াতে যাওয়ার স্থানগুলো বন্ধ রাখা অন্যতম।
মঙ্গলবার সকাল নাগাদ তুরস্কে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮২৭ জন ও মৃত্যুর সংখ্যা ১৬৮।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics