• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:৪৮

আজ থেকে সৌদিতে রাজধানী রিয়াদ, মক্কা ও মদিনায় কারফিউ পরিবর্তন

26 March, 2020 AM 4:54 ১৫৬৭ বার দেখা হয়েছে

 

সৌদি থেকে খলিল চৌধুরী: আজ থেকে সৌদি আরবের তিন সিটি রাজধানী রিয়াদ, পবিত্র নগর মক্কা ও মদিনা কারফিউ পরিবর্তন বিকাল ৩-টা থেকে সকাল ৬-টা পর্যন্ত৷

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আতংকের এক নাম প্রাণঘাতী রোগ করোনাভাইরাস। এ করোনা থেকে রক্ষা পাইনি মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব। প্রতিদিন হু-হু করে বাড়ছে এ রোগ। শত শত মানুষ এ মরণব্যধি রোগ করোনাভাইরাস আক্রান্ত হচ্ছে।

করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে পুরো সৌদি আরব জুড়ে গত ২৩-মার্চ ২১-দিনের জন্য সন্ধা ৬-টা থেকে সকাল ৬-টা পর্যন্ত বিশেষ কারফিউ জারি করে। আজ ২৬-মার্চ ৪র্থ দিন চলছে।

হুহু করে এ করোনাভাইরাস বেড়ে যাওয়ায় সৌদি আরবে চলমান ২১ দিনের কারফিউর তৃতীয় দিনে রাজধানী রিয়াদ, মক্কা ও মদিনায় সন্ধ্যা ৭ টার পরিবর্ত করে বিকেল তিনটা থেকে শুরু হয়ে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ চলবে৷

আরব নিউজ-সহ সৌদির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ কারফিউ চলাকালীন সময়ে কাউকে ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হয়েছে, এছাড়া সৌদির অন্যান্য শহরে আগের নিয়মে সন্ধ্যা ৭ টা হতে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে।

বর্ণ টিভি