ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ছয়শ ৮৩ জন মারা গেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার দু’শ ১০ জন। করোনায় ইতালির মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। আজকের ছয়শ ৮৩ জন নিয়ে দেশটিতে মোট মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার পাঁচশ তিন জনে। আর আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ৭৪ হাজার তিনশ ৮৩ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ৯ হাজার তিনশ ৬২ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics