রোববার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে প্রবেশ করা প্রায় প্রত্যেককে ১৪ দিনের জন্য ‘সেলফ আইসোলেশনে’ থাকতে হবে।” সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পদক্ষেপ ১৬ দিনের মধ্যে পর্যালোচনা করবে।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে
নতুন এ পদক্ষেপ নিউজিল্যান্ডে ফেরত আসা নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে বলে জানান জেসিন্ডা। তবে এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীরা ছাড় পাবেন। কারণ,সেখানে এখন পর্যন্ত কারো ভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা শোনা যায়নি।
তিনি বলেন,“নতুন বাধানিষেধের আওতায় পড়বে মানুষ,পণ্য নয়। প্রয়োজন না পড়লে কেউ বিদেশেও ভ্রমণ করবেন না। কিছু সময়ের জন্য নিজের গৃহকোণটিই উপভোগ করুন। করমর্দন,কোলাকুলি ও নাকে নাক ঘষে অভিবাদন জানানো পরিহার করুন।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics