এশিয়া মহাদেশের সবচেয়ে লম্বা মানুষ (৮ফুট ৬ ইঞ্চি লম্বা) রামুর জিন্নাত আলী আর নেই। ২৮ এপ্রিল ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
জিনাত আলী দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে ব্রেইন টিউমার ও গ্রোথ হরমোন জনিত রোগে ভুগছিলেন।
এশিয়ার দীর্ঘ মানব জিনাত আলীর মৃত্যুতে আমরা বর্ণ টিভি পরিবার গভীর শোক প্রকাশ করছি৷ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics