সারা বিশ্বের চিরশত্রু অবশেষে এফবিআই এর হাতে ধরা পড়লেন। বোস্টন বিশ্ববিদ্যালয় আধ্যাপক চার্লচ লিবার। তিনি উওহানের চাইনিজ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ল্যাবের সাথে সম্পর্কিত ছিলেন এবং চীন তাকে মাসিক ভাতা ও থাকা খাওয়ার জন্য প্রচুর অর্থ প্রদান করতো বলে স্বীকার গিয়েছেন চার্লচ লিবার।
ধারনা করা হচ্ছে করোনা ভাইরাসটি আবিস্কারের পিছনে চীনের সাথে বোস্টন বিশ্ববিদ্যালয়ের আধ্যাপক চার্লচ লিবার ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। করোনার ভাইরাসটি মূলত বায়ো অ্যাটাকের পরিকল্পনার জন্য আবিস্কার করা হয়েছিল।
আধ্যাপক চার্লচ লিবার একজন আমেরিকান রসায়নবিদ এবং ন্যানোসায়েন্স এবং ন্যানো টেকনোলজির বিশেষজ্ঞ। তিনি ১৯৫৯ সালের ০৯ এপ্রিলে জন্ম গ্রহন করেন।
আধ্যাপক চার্লচ লিবারকে এই বিষয়ে বিস্তারিত জানতে এফবিআই এর দল জিজ্ঞাসাবাদ করছেন।
এদিকে একজন চীনা বিশেষজ্ঞ সবাইকে আশ্বাস দিয়েছেন যে গরম পানি থেকে বাষ্প নিঃশ্বাসের ফলে করোনার ভাইরাস শতভাগ মারা যায়। করোনার ভাইরাস গরম জলের বাষ্পে দাঁড়াতে পারে না, এমনকি ভাইরাসটি নাক, গলা বা ফুসফুসে প্রবেশ করলেও।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics