সৌদি থেকে খলিল চৌধুরী: সৌদি আরবে আজ থেকে সন্ধ্যা ৭-টা হতে ভোর ৬-টা পর্যন্ত ২১-দিনের জন্য কারফিউ জারি করা হয়েছে৷ প্রাণঘাতী রোগ করোনাভাইরাস বিস্তার ঠেকাতে আজ ২৩ মার্চ সন্ধ্যা থেকে পরবর্তী ২১ দিনের জন্য বহাল থাকবে এই নির্দেশ৷
সৌদি প্রেস এজেন্সি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে খাদেমুল হারামাইন শরীফাইন সালমান বিন আব্দুল আজিজ কারফিউর জন্য এক ফরমান জারি করেছেন। এ নির্দেশনার ফলে সন্ধ্যা ৭টা হতে সকাল ৬টা পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে।
বাদশার এই নির্দশের প্রেক্ষিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসময়ে যে সকল সেক্টরের কর্মীরা তাদের পেশাগত কারণে সীমিত চলাচল করতে পারবেন তার একটি বিস্তারিত তালিকা দিয়েছে৷
এই আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
এ পর্যন্ত সৌদি আরবে ৫১১ জন করোনা ভাইরাস আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী রিয়াদে। এখানে আক্রান্তের সংখ্যা ২০০, এরপরই পবিত্র নগরী মক্কা, সেখানে আক্রান্তের সংখ্যা ১৪৩, ইস্টার্ন প্রভিন্স ১১৬, জেদ্দা ৪৩, আল আসির ৩, জিজান ২, আল বাহা, তাবুক, মদিনা আল মনোয়ারা, আল- কাছিম একজন করে আক্রান্ত হয়েছেন।
এরমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন ৮ জন। কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে গতকাল পর্যন্ত একজনের বাইরে কোন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics