• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:৫৫

সৌদিতে করোনাভাইরাস প্রতিরোধে কারফিউ জারি

23 March, 2020 PM 2:11 ৭১১ বার দেখা হয়েছে

সৌদি থেকে খলিল চৌধুরী: সৌদি আরবে আজ থেকে সন্ধ্যা ৭-টা হতে ভোর ৬-টা পর্যন্ত ২১-দিনের জন্য কারফিউ জারি করা হয়েছে৷ প্রাণঘাতী রোগ করোনাভাইরাস বিস্তার ঠেকাতে আজ ২৩ মার্চ সন্ধ্যা থেকে পরবর্তী ২১ দিনের জন্য বহাল থাকবে এই নির্দেশ৷

সৌদি প্রেস এজেন্সি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে খাদেমুল হারামাইন শরীফাইন সালমান বিন আব্দুল আজিজ কারফিউর জন্য এক ফরমান জারি করেছেন। এ নির্দেশনার ফলে সন্ধ্যা ৭টা হতে সকাল ৬টা পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে।

বাদশার এই নির্দশের প্রেক্ষিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়  এসময়ে যে সকল সেক্টরের কর্মীরা তাদের পেশাগত কারণে সীমিত চলাচল করতে পারবেন তার একটি বিস্তারিত তালিকা দিয়েছে৷

  • ১। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির সুপার মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, মাংস, সবজি বিক্রি ও উৎপাদনের সাথে সংশ্লিষ্টগন।
  • ২। স্বাস্থ্য ও ফার্মেসী খাতে কর্মকর্তাগণ।
  • ৩।গণমাধ্যম কর্মীরা।
  • ৪। খাদ্যদ্রব্য ও চিকিৎসা সামগ্রী আমদানি ও এ জাতীয় পন্য পরিবহণ সংশ্লিষ্ট কর্মীগণ।
  • ৫। অনলাইলে পন্য বিক্রির সাথে সংশ্লিষ্ট কর্মীরা পন্য পৌছে দেয়ার জন্য।
  • ৬। হোটেল, ও বোর্ডিং এর কর্মীরা।
  • ৭। পেট্রোল পাম্প ও জরুরী বিদ্যুৎ পরিসেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা।
  • ৮। আর্থিক পরিসেবা প্রদানকারী ও জরুরী ইন্স্যুরেন্স সেবা প্রদানকারী কোম্পানির কর্মিরা।
  • ৯। টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানির কর্মীরা।
  • ১০। রাষ্ট্রীয় পানি কোম্পানি এর কর্মীরা।
  • ১১। নিরাপত্তা সংস্থা , স্বাস্থ্য দপ্তর সহ সরকারী পরিসেবা প্রদানকারী যানবাহন চলাচল করতে পারবে।
  • ১২। জরুরী ঔষধ ও খাদ্য সামগ্রী ডেলিভারির যানবাহন চলাচল করতে পারবে।
  • ১৩। এসময়ে মুয়াজ্জিনগণ শুধু মসজিদে আজান দেয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হতে পারবেন।
  • ১৪। কুটনৈতিক মিশনে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কর্মরতরা জরুরী প্রয়োজনে তাদের কর্মস্থলে যেতে পারবেন। যদি কেউ এই সমস্ত খাতের কর্মী হোন তাহলে আপনার পরিচয়পত্র সহ শুধু অফিসিয়াল কাজের জন্য অফিসিয়াল যানবাহনে যাতায়াত করুন।

 

এই আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

এ পর্যন্ত সৌদি আরবে ৫১১ জন করোনা ভাইরাস আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী রিয়াদে। এখানে আক্রান্তের সংখ্যা ২০০, এরপরই পবিত্র নগরী মক্কা, সেখানে আক্রান্তের সংখ্যা ১৪৩, ইস্টার্ন প্রভিন্স ১১৬, জেদ্দা ৪৩, আল আসির ৩, জিজান ২, আল বাহা, তাবুক, মদিনা আল মনোয়ারা, আল- কাছিম একজন করে আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন ৮ জন। কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে গতকাল পর্যন্ত একজনের বাইরে কোন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি

বর্ণ টিভি