• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:৫২

রাবিতে সব ধরনের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

13 April, 2020 PM 4:13 ১৬২ বার দেখা হয়েছে
রাবি প্রতিনিধিঃ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এবার অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার বেলা ১১টায় উপাচার্য ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এতে সভাপতিত্ব করেন।
এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,  সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।  এ সময়ে ক্লাস-পরীক্ষা, আবাসিক হল ও অফিসসমূহ বন্ধ থাকবে। বন্ধকালীন জরুরি সেবাসমূহ যেমন- বিদ্যুৎ, পানি, টেলিফোন, চিকিৎসা ইত্যাদি যথারীতি চালু থাকবে।
এর আগে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাবি বন্ধ ঘোষণা করে প্রশাসন। পরে সরকারের সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। তৃতীয় দফায় ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে এখন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বর্ণ টিভি