• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:৪৫

ওমানে খাবারের দোকান ও হাসপাতাল খোলা বাকী সব বন্ধ

18 March, 2020 PM 1:17 ২৬১ বার দেখা হয়েছে

১৮ই মার্ট বুধবার বেলা ১২ টা থেকে ওমানের সকল মসজিদ বন্ধের ঘোষণা করা হয়েছে৷ শুধুমাত্র আযানের পর নামাজের জন্য  খোলে দেয়া হবে৷ এদিকে  সকল প্রকার দোকান -পাট, পার্ক বন্ধের ঘোষণা করেছে ওমান সরকার৷

শুধুমাত্র খাবারের দোকান  খোলা থাকবে তবে শুধু মাত্র খাবার নিয়ে যেতে পারবে৷ ২৪ ঘন্টা হাসপাতাল ও ফার্মেসি খোলা থাকবে৷ সকল ক্রীড়া এবং জিমনেসিয়াম ,সেলুন,বিউটি শপ বন্ধ থাকবে৷

 

সর্বশেষ তথ্য অনুযায়ী, ওমানে গত রোববার আরও নতুন দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন মোট করোনা রোগীর সংখ্যা ২২ জন। তবে এদের মধ্যথেকে ৯ জন রোগী সুস্থ হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বর্ণ টিভি