• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:২১

আখাউড়া রেল জংশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকে মারধর

15 March, 2020 PM 12:28 ২০১ বার দেখা হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আতাউল্লাহ (২৬) নামে এক ছাত্র কে অত্র টিকেট কাউন্টারে সঙ্ঘবদ্ধ টিকেট কালোবাজারি কর্তৃক  মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে অত্র রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছে ভুক্তভোগী ছাত্র। আজ শনিবার সকাল ৯ টায় স্টেশনের টিকিট কাউন্টারের সামনে চার-পাঁচজন টিকেট কালোবাজারি মোহাম্মদ আতাউল্লাহ কে মারধর ও তার মোবাইল ছিনিয়ে নেই বলে জানা গেছে। এই ঘটনায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে আখাউড়া জিআরপি থানায় মামলা করা হয়েছে মামলা নং ০৪/১৪.০৩.২০/, ধারা,৩২৩,৩৭৯,৫০৯/
এ বিষয়ে ছাত্র মোহাম্মদ আতাউল্লাহ বলেন, আমি টিকেট কেটেস্টেশনে দাঁড়িয়ে মোবাইল দেখছিলাম এসময় চার-পাঁচজন কালোবাজারি আমি তাদের ছবি তুলছি এই সন্দেহে আমার উপর হামলা করে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় , আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

থানায় মামলা ও ঘটনার সত্যতা  নিশ্চিত করে  আখাউড়া রেলওয়ে (জি আর পি) থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন,এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে আমরা সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। তিনি এসময় আরও বলেন কিছুদিন আগে আমরা পাঁচজন টিকেট কালোবাজারি কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি  টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বর্ণ টিভি