শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা )এর সহায়তায় বুধবার সকাল দশটায় টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রচার অভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এ এইচ এম বদিউজ। জামান ভূঁইয়া এর পরিচালনায়, প্রধান অতিথির
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তা, বিশেষ অতিথির বক্তব্য রাখছিলে, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম এল এল বি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল খন্দকার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহছানউল্লা চৌধুরী, টামটা (দঃ) ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মানি, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ, উপজেলা পরিষদের সিএ মোঃ সাহাবদ্দীন,আওয়ামীলীগ নেতা মোঃ সফিকুর রহম,উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ জসিমউদ্দীন পাটোয়ারী, মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী প্রমূখ।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics