মোহাম্মদ আলী হৃদয়: মুন্সীগঞ্জের সিরাজদিখানে সেচ্ছাসেবী সংগঠন “ধ্রুব ফাউন্ডেশনের” উদ্যোগে মহামারী করোনা এবং রমজান মাসকে সামনে রেখে বালুচর এবং লতব্দী ইউনিয়নের ৪টি গ্রামে ৫টি পয়েন্টে সোমবার থেকে অসহায় মানুষদের জন্য “স্বল্পমূল্যে সবজি বাজার প্রকল্প” চালু করা হয়েছে। মহামারী করোনা এবং রমজান মাসকে সামনে রেখে বর্তমান বাজারের দ্রব্যমূল্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের জন্যে তা ক্রয় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে এলাকার প্রান্তিক কৃষকরা মধ্যভোগী দালালদের কারণে তাদের কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছেনা।
এই নিম্নবৃত্ত অসহায় মানুষ এবং প্রান্তিক কৃষকদের কথা চিন্তা করে সেচ্ছাসেবী সংগঠন ধ্রুব ফাউন্ডেশনের উদ্যোগে বালুচর এবং লতব্দী ইউনিয়নের ৪ টি গ্রামে ৫ টি পয়েন্টে এই অস্থায়ী সবজি বাজার বসানো হয়। তাদের নির্ধারিত পয়েন্টগুলো হলো মোল্লাকান্দী, নতুন ভাসানচর হাজী মার্কেট, খাসমহল বালুচর আলী মার্কেট এবং বসু মার্কেট, খাসনগর কুবুদ্ধি মার্কেট।
সংগঠনের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক কৃষকদের পণ্য সরাসরি থেকে ন্যায্যমূল্যে ক্রয় করে ভোক্তাদের কাছে মুনাফা ব্যতীত স্বল্প মূল্যে প্রদান করা। এতে করে এলাকার অসহায়, নিম্নবৃত্ত, দরিদ্র, খেটে খাওয়া মানুষগুলোর কিছুটা হলেও উপকার আসবে।
এলাকার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে আশেপাশের অন্যান্য গ্রামে এর কার্যক্রম বৃদ্ধি করা হবে এবং পুরো রমজান মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics