• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সকাল ৭:৪১

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এমপি সেলিমা আহমাদ

25 April, 2020 PM 10:01 ৬০৪ বার দেখা হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার হোমনা-তিতাস সর্বস্তরের জনগণ”আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন” প্রবাসীসহ বাংলাদেশের সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) সিআইপি। তিনি এক বাণীতে এ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বানীতে বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই মাসকে ঘিরে সবসময় আমাদের আগাম আয়োজন থাকে। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও।
তাই আপনাদের কাছে আমার আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। সংকটময় এ মুহূর্তে মসজিদে না গিয়ে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ। তাছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে না গিয়ে ঘরে থেকেই আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। তিনি বলেন, আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।
সেলিমা আহমাদ (মেরী) এমপি আরো বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই। আমি মাহে রমজানে কুমিল্লা-২ হোমনা-তিতাস দুই উপজেলার সর্বস্তরের জনগণ” আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন” প্রবাসীসহ সমগ্র বাংলাদেশের সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
Attachments area
বর্ণ টিভি