বিহার মন্ডল মরহুম আরু মিয়া পরিবারের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
25 April, 2020 PM 6:25
১৩৭ বার দেখা হয়েছে
গত ২২এপ্রিল বুধবার কুমিল্লা জেলার দেবিদ্বার বিহার মন্ডল বড় বাড়ীর মরহুম আরু মিয়া পরিবারের উদ্যোগে গরীব ও কর্মহীন ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবিরের পরিচালনায়, সৌদি প্রবাসী সাখাওয়াত হোসেন পারভেজ, প্রবাসী জাহাঙ্গীর আলম,প্রবাসী আলমঙ্গীর হোসেন,প্রবাসী খোশেদ আলম,প্রবাসী মনির হোসেনের যৌথ পারিবারিক অর্থয়ানে বিহার মন্ডল বড় বাড়ী ও আশ-পাশের ৮০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিলি করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- মাস্টার কাউছার আহমেদ,তানজির আলম তৌকি,আরাফাত হোসেন,তাহসিন,রবিউল ইসলাম সহ মরহুম আরু মিয়া পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ। বিশিষ্ঠ সমাজ সেবক হুমায়ুন কবির বলেন, কোরনা ভাইরাসের কারণে গরীব ও কর্মহীন মানুষ খাদ্য সংকটে পরেছে। তাই আমরা পারিবারিক উদ্যোগে তাদের পাশে মানবিক দায়িত্বের তাগিদে দাঁড়িয়েছি। প্রয়োজনে তা অব্যহত থাকবে।