এহসানুল হক রিপন জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের পরদিন সাইমন (৫) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার জিনোদপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।সাইমন উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের ইলেকট্রিশিয়ান ফেরদৌস মিয়ার ছেলে। তারা পাশের ইউনিয়নের জিনোদপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইমন গতকাল রোববার থেকে নিখোঁজ ছিলো। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখঁজির পরও তার সন্ধান পাননি। অবশেষে আজ সকালে ওই শিশুকে মৃত অবস্থায় বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ ছিল বলে জানতে পেরেছি। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics