সাতক্ষীরা থেকে আব্দুল মতিন: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কৈখালী ফরেস্ট স্টেশনের মাঝি নবাব আলীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে ৷ সোমবার মধ্যরাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নবাব আলী (৬০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত. মজিদ আলী গাজীর ছেলে। নবাব আলী দীর্ঘদিন কৈখালী ফরেস্ট স্টেশনের মাঝি হিসেবে কাজ করতো।
নিহতের ছেলে রফিকুল ইসলাম জানান, রোববার রাতে ওয়াপদা বেড়িবাঁধের উপরে সাহেদ আলীর দোকানে বসে রাত অনুমানিক ২টা পর্যন্ত মোবাইলে ওয়াজ শুনছিল বলে জানান স্থানীয়রা।পরে বাড়িতে ফেরেনি। সেখান থেকে নিখোঁজ ছিল। সোমবার মধ্যরাতে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
ঘটনার বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, নবাব আলীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ধারনা করছি, নৌকা চালানোর সময় নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics