এহসানুল হক রিপন জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে চুরির ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে।
জানা গেছে, নবজাতক চুরির ঘটনায় পুলিশ তানিয়া (২৩) নামে এক নারীকে আটক করেছে। শিশুটির চুরির সাথে জড়িত তানিয়া সিন্দুরা গ্রামের নিয়াজ আহাম্মদ লিটন মিয়ার স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ২২ নং শয্যায় তিনদিন আগে এক ছেলে সন্তানের জন্ম দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী রেখা আক্তার। দুপুরে প্রতারক তানিয়া উন্নত চিকিৎসার কথা বলে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য-প্রমাণ ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযান পরিচালনা করে তানিয়ার নিজ ঘর থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল ইসলাম জানান, উদ্ধার হওয়া শিশুটি কে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটককৃত নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics