জামিল বিশ্বাসঃ মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার সাপাইর বালিয়াঘাট খাস-পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে গত সোমবার মজিদ শিকদার নামক এক ব্যক্তিকে মারধর করেন কামাল বিশ্বাস(৩৫) মন্নু বিশ্বাস(৩০) ও দেলোয়ার বিশ্বাস। সরেজমিনে জানা যায়,খাস-পুকুরের মাছ বিক্রিত সব টাকা সাপাইর গ্রামের মসজিদ ও কবর স্থানের উন্নয়নের কাজে ব্যয় করা হয়। কিন্তু এ বছর কামাল বিশ্বাস, মন্নু বিশ্বাস ও দেলোয়ার বিশ্বাস জরপূর্বক মাছ ধরার চেষ্টা করেন। স্থানীয় চালা ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাটি জানতে পেরে তাৎক্ষনিক গ্রাম পুলিশ পাঠিয়ে বাধা দেয়ার চেষ্টা করেন। গ্রাম পুলিশের বাধাকে তোয়াক্কা না করে তারা মাছ ধরে। উপরক্ত ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নক্ষদর্পনে গেলে পুলিশ প্রশাসনের মাধ্যমে পুকুরের মাছ ধরা বন্ধ করেন। মাছ ধরা বন্ধ করার জের ধরে কামাল বিশ্বাস,মন্নু বিশ্বাস ও দেলোয়ার বিশ্বাস মনে করেন এ সকল বিষয় একই এলাকার পিয়াজের ব্যবসায়ী মজিদ বিশ্বাস করিয়েছে। তাই গত সোমবার আনুমানিক বিকাল ৫ ঘটিকায় জৈনিক মানিক শিকদারের পুকুরের চালায় কামাল বিশ্বাস, মন্নু বিশ্বাস ও দেলোয়ার বিশ্বাস মোঃ মজিদ শিকদারকে চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরতর জখম অবস্থায় গ্রামবাসী তাকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত মঙ্গলবার হরিরামপুর থানায় মামলা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইন ইসলাম বলেন- তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান বলেন দীর্ঘদিন যাবত এরা এলাকার বিভিন্ন জনগনকে তাদের স্বার্থসিদ্ধি করার জন্য ভয়-ভীতি দেখিয়ে আসছে। তবে এখন তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics