• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:১১

মৃত ব্যক্তির কার্ড নিজের কাছে রাখায় মেম্বারকে এক লাখ টাকা জরিমানা

21 April, 2020 PM 5:44 ১৮৮ বার দেখা হয়েছে

টাঙ্গাইলের সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের এক মেম্বারকে মৃত ব্যক্তির ৭টি খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ড নিজের কাছে রাখায় একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এই জরিমানা করেন।
এ সময় তার কাছ থেকে ৭টি কার্ড উদ্ধার করা হয়। কার্ডধারী সকলেই মৃত্যু বরণ করেছেন।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার ছানোয়র মৃত সাতজন ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলন করার চেষ্টা করছিল। আমরা তাকে আটক করি। এই কর্ড গুলোর মালিক মারা গেছে। নিয়ম অনুযায়ীকার্ড গুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে বেনামে চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিল। মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে একলাখ টাকা জরিমান করেছি সেই সাথে তার মেম্বারশিপ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠানো হবে।

বর্ণ টিভি